সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূম জেলার খয়রাশোল শৈলজানন্দ ফাল্গুনী মহাবিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সাইবার ক্রাইম সম্পর্কিত এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বুধবার স্থানীয় কলেজের সভাকক্ষে।এনিয়ে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানে ও প্রচার করা হয়ে থাকে সতর্ক থাকার জন্য । তথাপি প্রতারকদের খপ্পরে পড়ে বহু মানুষ সর্বসান্ত হয়ে পড়ছেন।সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ খয়রাসোল কলেজের পড়ুয়াদের নিয়ে রাজ্য স্তরীয় একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মশালায় অনলাইনের মাধ্যমে কলকাতা লালবাজার সাইবার ক্রাইম সেলের ওসি রঞ্জন চক্রবর্তী ক্লাস নেন। ব্যাংক সহ প্রতারকদের ফাঁদে পড়তে হয় ভূয়ো ফোন বা অনলাইনের মাধ্যমে। বিশেষ করে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড সেইটা সম্পর্কে মানুষ সচেতন থাকলে প্রতারকের হাত থেকে রক্ষা পেতে পারেন। উপস্থিত ছিলেন বীরভূম জেলা সাইবার ক্রাইম সেলের এস আই রহুল আমিন, লোকপুর থানার এসআই অমিত প্রামানিক, কলেজের অধ্যাপিকা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct