আপনজন ডেস্ক: গত দুই বছর ধরে ছিলেন ক্লাবহীন। সর্বশেষ ২০২০ সালে রামিরেস খেলেছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে। এরপর থেকে আর কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হননি ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার। টানা দুই বছর ক্লাবহীন থাকার পর অবসর ঘোষণা করলেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে অবসরের কথা জানান রামিরেস। ব্রাজিলিয়ান দুই ক্লাব জয়নভিল ও ক্রুজেইরোতে খেলার পর ২০০৯ সালে পাড়ি জমান ইউরোপিয়ান ক্লাব বেনফিকায়। সেখানে এক বছর খেলার পর যোগ দেন ইংলিশ ক্লাব চেলসিতে। ব্লুজদের জার্সিতে কাটিয়েছেন ক্যারিয়ারের সেরা সময়। চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫১ ম্যাচ খেলে ৩৪টি গোল করেন তিনি। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ ও লিগ শিরোপা। ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেছেন ৫২টি ম্যাচ, করেছেন চারটি গোল। বিদায়বেলায় সাবেক ক্লাবগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রামিরেস বলেছে, ‘একজন পেশাদার ফুটবল খেলোয়াড় হিসাবে আনুষ্ঠানিকভাবে আমি বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি। আমি যেসব ক্লাবের হয়ে খেলেছি তাদেরকে অনেক ধন্যবাদ। আমি সবসময় এই ক্লাব এবং তাদের ভক্তদের হৃদয়ে ধারণ করব। ‘
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct