সুব্রত রায়, কলকাতা, আপনজন: যাত্রীদের জন্য পুজোর আগে বিশেষ উপহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার । কলকাতা থেকে শিলিগুড়ি ও শিলিগুড়ি থেকে কলকাতা এসি বাস চালু করল এই পরিবহন সংস্থা। যাত্রীদের আরও আরামদায়ক আধুনিক মানের পরিষেবা দিতে এই উদ্যোগ। উপযুক্ত খরচে এসি বাসে চেপে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে একেবারে পৌঁছনো যাবে শিলিগুড়িতে। পুজোর আগে এই বাস চালু হওয়ায় খুশি ভ্রমণ পিপাসু মানুষজন।উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানান, ওই এসি বাসে চেপে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে বা শিলিগুড়ি থেকে কলকাতা আসতে ভাড়া দিতে হবে মাত্র ১২০০ টাকা। প্রতিদিন একজোড়া বাস চলবে এই রুটে। সন্ধ্যা ৭টায় এই বাস ছাড়বে শিলিগুড়ি ও কলকাতা থেকে। এই উদ্যোগ নিয়ে দীপঙ্কর পিপলাই বলেন, ‘এটা আমাদের এসি বাসের প্রত্যাবর্তন, অনেক চেষ্টার ফল।’ বুধবার থেকে এই বাস প্রথম চালু হয়।
অন্যদিকে এই এসি বাস পরিষেবা চালু হওয়ার ফলে খুশি পর্যটকরা। পুজোর মরসুমে অনেকে ঘুরতে যান উত্তরবঙ্গে। কলকাতা থেকে আরামে শিলিগুড়ি পৌঁছতে পারবেন পর্যটকরা। চাইলে এবার আপনি এসি বাসে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গ থেকে। শুধু এসি বাস পরিষেবা চালু নয়। দীর্ঘ দু বছর বন্ধ থাকার পর এ বছর মহালয়ার দিন ভ্রমণপিপাসু মানুষদের কথা মাথায় রেখে ‘সবুজের পথে হাতছানি’ প্যাকেজ ট্যুরও চালু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। কোচবিহার ডিপো থেকে ন’টি এবং জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে আটটি রুটে এই প্যাকেজ ট্যুরগুলো চালু হয়েছে। বিভিন্ন দামের প্যাকেজগুলি গ্রহণ করে পর্যটকরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন এনবিএসটিসির বাসে চেপে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct