সুব্রত রায়, কলকাতা, আপনজন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর ‘গুলি’ বিষয়ক মন্তব্যের বিরোধিতা করে আগেই সরব হয়েছিল বঙ্গ বিজেপি। এবার বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হলেন সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতের দ্বারস্থ হন রাজ্য বিজেপির সভাপতি। রাজনীতিতে না পেরে উঠে বিজেপি কোর্ট কাছারি, ইডি, সিবিআইয়ের দ্বারস্থ হয়েছে বলে কটাক্ষ তৃণমূলের।উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানে কলকাতায় তাণ্ডব চলে। সেই হামলায় আহত হন এক পুলিশ আধিকারিক। তাঁর হাত ভেঙে যায়। চিকিৎসার জন্য ওই জখম পুলিশ আধিকারিককে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৪ সেপ্টেম্বর আহত ওই পুলিশ আধিকারিককে দেখতে এসএসকেএম হাসপাতালে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের প্রশংসা করেন। তিনি বলেন, ‘ওঁরা অনেক সহ্যশক্তি দেখিয়েছেন, আমি থাকলে কপালে গুলি করতাম।’ সেই বক্তব্যের পর ১৫ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে আদালতের দ্বারস্থ হন সুকান্ত মজুমদার। সূত্রের খবর, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন জানান, নবান্ন অভিযানের নামে কলকাতার রাস্তায় নেমে পুলিশকে মারধর করেছিল বিজেপি। সরকারি সম্পত্তি নষ্ট করার পাশাপাশি ইট পাথর ছুড়েছিল পুলিশকে লক্ষ্য করে। তাতে অনেক পুলিশ কর্মী আহতও হন। তার পরও পুলিশ বিজেপি কর্মীদের প্রতি সহনশীলতা দেখিয়েছে। অভিষেক সে কথা বলতে গিয়েই একটি তুলনা টেনেছিলেন। বিজেপি সেই মন্তব্য বিকৃত করার চেষ্টা করে তা নিয়ে রাজনীতি করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct