কংগ্রেসের তরফে লোকসভার নির্বাচনে আগে রাহুল গান্ধির মালদায় সভার দিন পরিবর্তন করল কংগ্রেস নেতৃত্ব। আগামি ১৫ মার্চের পরিবর্তে ২৩ মার্চ সভার দিন ধার্য করা হয় । কংগ্রেসের সভা হবে মালদার কোথায় হবে এখনো স্পষ্ট করেনি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শনিবার প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল।মালদা গৌড় ভবনে এক সাংবাদিক সম্মেলন করে জানালেন এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্য সভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, সভাপতি সৌমেন মিত্র। এদিন জোট নিয়ে মন্তব্য করলেন সভাপতি সৌমেন মিত্র তিনি বলেন আমরা বামেদের সঙ্গে আসন সমজতা নয়। করলে প্রকাশ্য জোট করতে চায়। তবে এখনো কোন সিধান্ত হয়নি। এই নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আমাদের লড়াই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে। বর্তমানে রাজ্যে পরিস্থিতি খুব খারাপ। জেলা কংগ্রেস সুত্রে জানা গিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে উত্তর মালদায় সভা করার পরিকল্পনা রয়েছে। সাংসদ মৌসম নূর দল ছাড়ার পর থেকে উত্তর মালদায় নিজেদের কর্মীদের নিয়ে একাধিক সভা করেছে জেলা কংগ্রেস নেতৃত্ব। সেই সঙ্গে সাধারণ মানুষের ভোট পেতে কংগ্রেস রাহুল গান্ধির সভা করার উদ্যোগ নিয়েছে। শনিবার প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল উত্তর মালদায় সভাস্থল পরিদর্শনে যান। চাঁচলের কলম বাগান মাঠে সভা করার পরিকল্পনা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct