আপনজন ডেস্ক: নিউ জার্সিতে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ৩-০ গোলে জয়ের পরই লিওনেল স্কালোনির জন্য সুখবরটি ঘোষণা করেন ক্লদিও তাপিয়া। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা দলের কোচ পদে থাকবেন স্কালোনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’ জানিয়েছে, এএফএর সঙ্গে চুক্তি নবায়ন করেছেন স্কালোনি। কয়েক মাস ধরে এ নিয়ে দুই পক্ষের কথা চালাচালির পর ৪৪ বছর বয়সী এ কোচের চুক্তি নবায়নের কথা জানান এএফএ প্রেসিডেন্ট তাপিয়া। এ নিয়ে তাঁর উদ্ধৃতি প্রকাশ করেছে সংবাদমাধ্যম, ‘জাতীয় দলে এখন যে প্রজেক্ট আছে, আমরা সেটাই চালিয়ে যেতে চাই।’
হোর্হে সাম্পাওলির পর ২০১৮ সালে আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান স্কালোনি। সে বছরই পূর্ণ মেয়াদে দায়িত্ব পান তিনি। তাঁর অধীন গত বছর কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। অপরাজিত আছে টানা ৩৫ ম্যাচে। কাতার বিশ্বকাপে স্কালোনির এই দল নিয়েই স্বপ্ন বুনছেন আর্জেন্টিনার সমর্থকেরা। তাঁর চুক্তি নবায়ন নিয়ে ক্লদিও তাপিয়ার উদ্ধৃতি প্রকাশ করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’। তাপিয়ার ভাষায়, ‘জানাতে গর্ব লাগছে যে আমরা ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনির কোচ পদে থাকা নিশ্চিত করতে পেরেছি।’ জ্যামাইকার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে চুক্তি নবায়ন নিয়েও কথা বলেন স্কালোনি, আমি (কোচের দায়িত্ব) চালিয়ে যেতে চাই। আর্জেন্টিনা দলের দায়িত্ব কে না পেতে চায়!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct