আপনজন ডেস্ক: ফেসবুক, টুইটারের মতো বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকে অপরিচিত ব্যক্তিকে বন্ধু বানান। অনেকেই আবার সেটা করে বিপদে পড়েন।বিশেষ করে মেয়েরা।বেশিরভাগ মেয়েরা সাইবার ফ্ল্যাশিংয়ের শিকার হন। সাইবার ফ্ল্যাশিং হচ্ছে অনুমতি ছাড়াই ইনস্টাগ্রামে মেসেজে পর্নগ্রাফি বা নগ্ন ছবি পাঠানোকে বোঝায়।মেয়েদর এসব ছবি বা ভিডিও পাঠিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন সাইবার অপরাধীরা। সামাজিকতা রক্ষায় বহু মহিলারা পুলিশের শরণাপন্নও হন না।তাতে পরবর্তীতে অনেকেই মহা বিপদে পড়ে যান। তবে এবার থেকে এই সমস্যা সমাধানে বিশেষ পদক্ষেপ নিচ্ছে ইনস্টাগ্রাম। এবার থেকে ইনস্টাগ্রামে আর অশ্লীল ছবি বা ভিডিও পাঠানো যাবে। কেউ পাঠালেও তা ওপেন হবে না। ফলে সাইবারফ্ল্যাশিং থেকে মুক্তি থাকবেন ব্যবহারকারীরা। এই ফিচারটি ব্যবহারকারীদের নিরাপত্তা দেবে বলেই মনে করা হচ্ছে। টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন মেটা। সেখানে বলা হয়েছে, চ্যাটে নগ্নতা প্রতিরোধের কাজ চালাচ্ছে ইনস্টাগ্রাম। চ্যাটে নগ্ন ছবি ভিডিও থাকলে তা টেকনলজির মাধ্যমে ঢেকে দেওয়া হবে। অর্থাৎ ছবিগুলো ব্লার অবস্থায় দেখাবে। ওই ছবি অ্যাক্সেসের অনুমতিও মিলবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ফিচার ব্যবহারকারীদের বিশেষ করে মেয়েদের সুরক্ষায় বেশি কাজে আসবে। যদিও এটির কাজ এখনো প্রাথমিক স্তরেই আছে। ধারণা করা হচ্ছে, শীঘ্রই এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন সবাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct