নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আগেকার নির্দেশিকার সংশোধন করলেন খোদ বিচারপতি।গত ২০১৪ সালের টেট পরীক্ষায় ২০ লক্ষ পরীক্ষার্থীর খাতার মধ্যে ১২ লক্ষেরও বেশি খাতা তথা ওএমআর শিট গায়েব হয়েছে বলে অভিযোগ। গত মঙ্গলবার শুনানিতে এই বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় । সেই সাথে ওইদিন রাত ৮ টার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্যদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। বুধবার সেই মামলার নির্দেশে সামান্য পরিবর্তন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সিবিআইয়ের আবেদন শোনার পর এজলাসে বিচারপতি বলেন, -' আগেই টেট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওএমআর শিট উধাও কাণ্ডে সেই একই নির্দেশের আওতায় তদন্ত করতে পারে সিবিআই। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি যদি মনে করে তবেই খাতা উধাও কাণ্ডে নতুন করে এফআইআর করবে'।আইনজীবীদের একাংশ জানাচ্ছেন , -' বিচারপতির এই নির্দেশের অর্থ স্পষ্ট। ওএমআর শিট উধাও কাণ্ডে নতুন এফআইআর দায়ের করলে আইনী জটিলতা বাড়তে পারে। তাই পুরনো নির্দেশ বদল করেছেন তিনি। তবে এতে মানিক ভট্টাচার্যের বিপদ কমছে না। কারণ পুরনো নির্দেশের আওতায় খাতা উধাও কাণ্ডে মানিকের ভূমিকা খতিয়ে দেখবে সিবিআই'।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct