আপনজন ডেস্ক: এবার আমেরিকা সহ ইউরোপের শত্রু দেশ রাশিয়ার কাছ থেকে এবার পেট্রল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস ও গম কেনার চুক্তিতে সই করেছে তালেবান। আফগানিস্তানের ভারপ্রাপ্ত বাণিজ্য ও শিল্প মন্ত্রী হাজি নুরউদ্দিন আজিজি এক সাক্ষাৎকারে বলেছেন, 'আফগানিস্তান এর বাণিজ্যিক অংশীদারত্বে বৈচিত্র্য আনার চেষ্টা করছে এবং বিশ্ববাজারে ভোগ্যপণ্যের গড় দামের তুলনায় তালেবানকে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। চুক্তি অনুসারে, আফগানিস্তানকে প্রতি বছর ১০ লাখ টন পেট্রল, ১০ লাখ টন ডিজেল, পাঁচ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) এবং ২০ লাখ টন গম সরবরাহ করবে রাশিয়া। একটি অনির্দিষ্ট পরীক্ষাকালীন সময়ের জন্য এই চুক্তি বহাল থাকবে। তারপরে উভয় পক্ষই এই ব্যবস্থায় সন্তুষ্ট থাকলে দীর্ঘমেয়াদী চুক্তি হবে বলে আশা করা হচ্ছে।' এসব পণ্য আফগানিস্তান কী দামে কিনছে বা তা কোন প্রক্রিয়ায় পরিশোধ করবে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি আফগান মন্ত্রী। তিনি বলেছেন, 'বিশ্ববাজারের তুলনায় দামে ছাড় দিতে রাজি হয়েছে রাশিয়া এবং এসব পণ্য সড়ক ও রেলপথে সরবরাহ করা হবে।' এর আগে গত মাসে মস্কো সফরে গিয়েছিলেন হাজি নুরউদ্দিন আজিজি। তবে সেই সময় চুক্তিটি চূড়ান্ত হয়নি। পরে একটি আফগান টেকনিক্যাল টিম কয়েক সপ্তাহ ধরে রাশিয়ান আধিকারিকদের সঙ্গে আলোচনা চালিয়ে বিষয়টি চূড়ান্ত করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct