আপনজন ডেস্ক: সারদার নথি চুরি মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, এই মামলার তদন্ত করবে রাজ্যের পুলিশ। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।প্রসঙ্গত সারদা চিট ফান্ড মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালতের নির্দেশেই সারদা-কাণ্ডের তদন্তভার নিয়েছে সিবিআই। সারদার নথি চুরি হয়ে গিয়েছে এই অভিযোগ তুলে নিয়ে কাঁথি থানায় মামলা দায়ের হয়েছিল। সেই চুরির তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার আর্জি জানানো হয়েছিল আদালতে। আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস সিবিআই তদন্তের আর্জি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। আদালতে মামলাকারী দাবি করেন, একই মামলায় দু’টি সমান্তরাল তদন্ত হতে পারে না। সারদা নিয়ে কাঁথি থানায় যে মামলা রুজু হয়েছে তাই সেই মামলার তদন্তভারও সিবিআইকে দেওয়া হোক।
আদালতে সারদার নথি চুরির মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে জানানো হয়, চুরির ধারায় মামলা রুজু হয়েছে। এই মামলার সঙ্গে সরাসরি সারদায় আমানতকারী বা ক্ষতিগ্রস্তরা জড়িত নয়। ফলে পুলিশের তদন্তে কোনও বাধা নেই। উভয় পক্ষের সওয়াল জবাব শুনে বুধবার সেই মামলায় কাঁথি থানার তদন্তের উপর স্থগিতাদেশ দিল না কলকতা হাইকোর্ট। ফলে রাজ্য পুলিশ নথি চুরির মামলায় তদন্ত করতে পারবে। উল্লেখ্য গত ১৮ জুন হাইকোর্টের প্রধান বিচারপতি ও কলকাতার মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়ে সারদা কর্তা সুদীপ্ত সেন দাবি করেছিল সারদার টাকা নিতেন শুভেন্দু। কত টাকা, কী ভাবে নিতেন তা চিঠিতে লেখা হয়েছিল বিস্তারিত ভাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct