নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া, আপনজন: দেহ ফিরল নিজের বাড়িতে। কিন্তু সশরীরে ফিরতে পারলেন না তিনি। তাঁর নিথর দেহ গঙ্গাজলঘাটির দেউলী গ্রামের বাড়িতে ফিরল সোমবার রাত ৮টায়। এদিন সকাল বিকেল নাগাদ আর্মিতে যোগ দেওয়া কফিনবন্দি দেহ এসে পৌঁছল অণ্ডাল বিমানবন্দরে। পরে নিয়ম মেনে আনা হয় গ্রামের বাড়িতে। সৈন্যবাহিনীতে কর্মরত ছিলেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটির দেউলী গ্রামের যুবক রাজীব কুণ্ডু। সূত্রের খবর, তিনি ভারতীয় সেনা বাহিনীর উত্তরাখণ্ডে সিগন্যাল কোরে কর্মরত ছিলেন। গত শনিবার রাতে কর্মরত অবস্থায় আকস্মিক বুকে ব্যথা অনুভব করে জওয়ান রাজীব। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। তাঁর নিথর দেহ গঙ্গাজলঘাটি এলাকাতে আসতেই শোকের ছায়া নেমে আসে সমগ্র এলাকা জুড়ে। হাজার হাজার মানুষজন তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে আসেন। চোখের জলে ভাসল দেউলী গ্রাম। তবে তাঁর স্ত্রী বীর শহীদ রাজীবের জন্য গর্ব বোধ করে, তাঁর জন্য ভারত মাতার ধ্বনি দিলেন। শহীদ রাজীবের ছোট সন্তান ও পুষ্প নিবেদন করল, গাইল জাতীয় সঙ্গীত। শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন এলাকার বিশিষ্ট জনেরা এবং অগণিত মানুষ। সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার ও গান স্যালুটে শ্রদ্ধা জানানো হল শহিদকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct