মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: নদীয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণপুর এলাকায় বাংলাদেশের বেলুন ঘিরে চাঞ্চল্য ছড়াল। পথ চলতি মানুষ থেকে ছাত্রছাত্রীরা বেলুন দেখতে ভিড় জমায়। কেউ কেউ আবার সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। কি সেই বেলুন যার জন্য সকলে আগ্রহের সাথে দেখতে ছুটে আসে। সাত সকালে দেখা যায় একগুচ্ছ বেলুন আর তাতেই একটি ক্যালেন্ডার আকারে ফেস্টুন তাতে লেখা রয়েছে বার্ষিক ক্রিয়া,সাহিত্য ও সংস্কৃতি এবং অন্ত:কক্ষ ক্রিয়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ২০২২ যশোর সরকারি মহিলা কলেজ। আর এতেই আতঙ্ক ছড়ায় কিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ৭২ কিমি দূরে পৌঁছালো এই বেলুন। প্রশাসনের কারো নজরে না আসায় এলাকাবাসীরা উদ্বিগ্ন। তবে প্রাথমিক অনুমানে মনে হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস বেলুন ছাড়া হয়েছিল আস্তে আস্তে অনেক গুলি নষ্ট হয়ে গেছে, কয়েকটা অবশিষ্ট রয়েছে। অনেকের ধারণা এই বেলুনের মধ্যামে অন্য কিছু পাঠানো যেতে পারে এটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।যেখানে ভারতের নিরাপত্তার আট সাটো বেষ্টনী সেখানে সীমান্ত পেরিয়ে ভারতের ভূমিতে এসে এই ধরনের বেলুন পৌঁছালো কিভাবে। আর এতেই উদ্বিগ্ন সকলেই।প্রশাসন কি তাদের গাফিলতি দায়িত্ব এড়াতে পারে প্রশ্ন সকলের। এই বেলুন দেখতে এলাকার প্রচুর মানুষ ভিড় জমায় অনেকে আবার সেই বেলুনের মোবাইলে ক্যামেরা বন্দি করে।বেলুনটা খুবই দেখতে সুন্দর ছিল বলে জানায় সাধারণ মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct