আপনজন ডেস্ক: শ্রীলঙ্কার জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, নিম্নমানের অপরিশোধিত তেল আমদানির জেরে একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হয়েছে। বিবিসি জানিয়েছে, এ ঘটনার জেরে ব্ল্যাকআউট হয়েছে। ইউটিলিটি নিয়ন্ত্রক প্রধান জানাকা রত্নায়েকে বলেন, জ্বালানি তেলে অনেক বেশি সালফার ছিল। তবে দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী সেই অভিযোগ অস্বীকার করেছেন। গত সপ্তাহে শ্রীলঙ্কায় দৈনিক বিদ্যুৎ বিভ্রাট ৮০ মিনিট থেকে বাড়িয়ে ১৪০ মিনিট করা হয়। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার ঘাটতির কারণে এটি করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct