সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বাঁকুড়া জেলা জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি ছাড়িয়ে গেছে। গ্রাম থেকে শহর বিভিন্ন অংশে দেখা মিলছে ডেঙ্গির। কেউ গুরুতর শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকছেন তো কেউ ঘরে চিকিৎসাধীন, এহেন মুহূর্তে ঘুম উড়েছে পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েতের। যদিও ডেঙ্গি সংক্রামক রোগ নয়, কিন্তু এই রোগে আক্রান্ত না হওয়ার জন্য একটাই জিনিস করণীয় তা হলো সচেতনতা। আশপাশের জমা জল, নালা নর্দমার জল থেকেই এই রোগের মশার জন্ম হয়। তাই এই ডেঙ্গির সচেতনতায় বাঁকুড়া জেলার ইন্দাসে এগিয়ে আসতে দেখা গেল ‘ক্যাবিনেট মন্ত্রী’দের। হ্যাঁ পুরো ‘ক্যাবিনেট মন্ত্রীরা’ যেন পথে নেমেছেন মানুষকে সচেতন করতে। শুনে অবাক হচ্ছেন তো মন্ত্রীরা তাও আবার পথে নেমেছেন? হ্যাঁ ঠিকই শুনেছেন ইন্দাস ব্লকের আমরুল প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদের নির্বাচিত প্রতিনিধি তারা। তাদের স্কুলে তারাই আমলা, তারাই আবার মন্ত্রী। তারা পাঁচ বছর অন্তর জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, কচিকাঁচা প্রাথমিক স্কুলের ছাত্র। এদিন ‘শিশু সংসদের’ সব মন্ত্রীদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গুর সচেতনতা মূলক প্রচার চালাতে দেখা গেল। শুধু বাড়ি বাড়ি গিয়েই নয় পথচলতি মানুষদেরও তারা সচেতন করল। নতুন প্রজন্মদের এই ধরনের উদ্যোগ সত্যিই যেন জানান দিচ্ছে এরা ভবিষ্যতে একটা সুস্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে পারে। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌরসভা, পঞ্চায়েত, সবাই পথে নেমেছে তার সাথে বাড়তি পাওনা বলতে যদি একদল কচিকাঁচা থাকে তাহলে মন্দ কি! এদিন ওই স্কুলের সহকারি শিক্ষক জানান, প্রতিবছরই তাদের শিশু সংসদের মন্ত্রীরা কোনো না কোনো পদক্ষেপ নিয়েই থাকেন। এবারে তাদের পদক্ষেপ ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করা। কচিকাঁচাদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষজন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct