নিজস্ব প্রতিবেদক, নিউ টাউন, আপনজন: নিউটাউনের হাতিয়াড়া হাই মাদ্রাসায় (উঃমাঃ) পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২ তম জন্মদিবস উপলক্ষে সোমবার পালিত হয় এসো সহজে বাংলা শিখি কর্মশালা। মঙ্গলবার পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির অভিভাবকদের নিয়ে পালিত হয় সামাজিক সচেতনতামূলক কর্মসূচি। বাল্যবিবাহ প্রতিরোধ, ডেঙ্গু ও ম্যালেরিয়া বিষয়ক সচেতনতা, বয়ঃসন্ধিকালীন সমস্যাসহ একাধিক সামাজিক বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবারে সভায় সচেতনতামূলক বক্তব্য রাখেন মাদ্রাসা বোর্ড ও জেলা পরিষদের সদস্য এ কে এম ফারহাদ , ইকোপার্ক থানার এস আই সোমনাথ রায় ও সুদীপ্ত নস্কর। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক ফজলুর রহমান ও রাজারহাট পশ্চিম চক্রের এস আই তৃষা মাহাতো। এই শিবিরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধানশিক্ষক এসকার আলি সেখ ও হাতিয়াড়া গার্লস হাই মাদ্রাসার প্রধানশিক্ষিকা শম্পা পাত্র। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্পাদক মহঃ আফতাব উদ্দিন। ছাত্রছাত্রী ও অভিভাবকদের সভা শেষে প্রদর্শনী হল দেখানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct