আপনজন ডেস্ক: গলায় বালি ভর্তি কলসি বেঁধে গড়াই নদীতে ঝাঁপ দিয়েছেন মনোয়ারা বেগম (৫৫) নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দিতে। মনোয়ারা বেগম বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের মৃত গণি মণ্ডলের স্ত্রী। তাকে উদ্ধারে বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। যদিও নদী থেকে তার দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দুপুর ১টার দিকে ওই গৃহবধূ বাড়ি থেকে কলসি ও দড়ি নিয়ে বের হয়ে যান। বাড়ি থেকে কিছুটা দূরে গড়াই নদীর তীরে গিয়ে কলসিতে বালি ভর্তি করে গলায় পেঁচিয়ে নদীতে ঝাঁপ দেন। দূর থেকে এক পথচারী ওই মহিআলকে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারেন। সঙ্গে সঙ্গে অনেকে মিলে ওই মহিলাকে বাঁচানোর চেষ্টা চালালেও কেউ সফল হননি। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের খবর দেওয়া হলে তারা নৌকায় করে বিকেল সাড়ে ৩টা থেকে উদ্ধার তৎপরতা চালু হয়।উদ্ধার কাজে দায়িত্বে থাকা বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার সজিব জানান, নদীতে ঝাঁপ দেওয়া মনোয়ারা বেগমকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct