ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে এদিন জাতিসংঘের মহা সচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে আলোচনায় বসেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। শুক্রবার ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি ও তার সমাধান নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট এরদোগান। ভারত-পাক চলমান উত্তেজনা নিরসনের জন্য এরদোগান জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সিরিয়া পরিস্থিতি নিয়েও কথা হয় তাদের মধ্যে। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও মানবিজে তুরস্কের প্রস্তাবিত নিরাপদ অঞ্চল গঠনের বিষয়ে জাতিসংঘের সর্বশেষ অবস্থান বিষয়েও কথা বলেন তারা। উল্লেখ্য, ভারত পাকিস্তানের মধ্যে চলমান সমস্যা নিরসনে তুরস্ক সবধরণের সহায়তা করবে বলে জানিয়েছিলেন এরদোগান। যুদ্ধ পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টির জন্য প্রেসিডেন্ট এরদোগান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct