সুব্রত রায়, কলকাতা, আপনজন: দুর্গা পূজায় ডেঙ্গু, করোনার মত ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ( স্বাস্থ্য) অতীন ঘোষ। তাই পুজোর পর যেসব জায়গায় রাস্তায় জঞ্জাল পড়ে থাকবে, সেই জায়গায় সমস্ত বাড়িকে নোটিশ পাঠাবে কলকাতা পুর সংস্থা। হুশিয়ারি দিলেন অতীন ঘোষ। তিনি জানান,এম আর বাঙুর হাসপাতালে অঞ্জলী চক্রবর্তী (৯০) একজন বৃদ্ধা ডেঙ্গুতে মারা গেছে বলে কলকাতা পৌর সংস্থার কাছে খবর এসেছে। আরো বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে বলে ও জানান মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। তিনি জানান যে, অনেক সময় বিভিন্ন কারণে মানুষ মারা যাচ্ছেন। যাদের ডেঙ্গু রিপোর্ট পজিটিভ রয়েছে। তবে তিনি ডেঙ্গুর সংখ্যা বৃদ্ধি পাওয়া পিছনে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা অভাবকে দায়ী করেন। তিনি বলেন , কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে যা যা সম্ভব সব কিছু করা হচ্ছে। কিন্তু তার পরেও মানুষের হুশ ফিরছে না। তার দাবি, ইতিমধ্যে সমস্ত পুজো উদ্যোক্তা দের তাদের মন্ডপে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বলা হয়েছে। এমন কি যারা দর্শনার্থীরা পুজো দেখতে আসছেন তাদের সচেতন করার জন্য স্বাস্থ্য কর্মীদের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে। অতীন ঘোষ জানান, পুজোর সময় প্রত্যেকটি বোরোতে স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকবে। আর দুটো বোরো মিলিয়ে একটা ডেঙ্গু ডিটেকশন সেন্টার খোলা থাকবে। এছাড়া ও পুজোর সময় আরো বেশি করে প্রচার চালানো হবে বলে জানান তিনি। অতীন বাবু সাংবাদিকদের আরো জানান বর্তমানে যে ডেঙ্গু ধরা পড়ছে তাতে রোগীর পেটলেট কোন কারনেই ডাউন হচ্ছে না, আপ থাকছে। এটা ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে নতুন লক্ষণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct