নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: এবার রাজ্যের ফরেন্সিক ল্যাবরেটরিতে দ্রুত শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। এদিন এজলাসে শুনানি পর্বে শূন্যপদে নিয়োগ হয়নি কেন? ডিভিশন বেঞ্চের এই প্রশ্নের মুখে পড়তে হল রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকাকে। কলকাতা হাইকোর্টের নির্দেশ,-' পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে'।প্রসঙ্গত , রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের হাতে নারকোটিক ফরেন্সিক ল্যাবে নিয়োগের ভার ছিল। সেখানে দেখা গেছে ১৭টি শূন্যপদ রয়েছে। এই নিয়ে একটি মামলার শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চে। এই মামলার শুনানিতে এদিন রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে গোপালিকাকে হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই মতো এদিন তিনি আদালতে আসেন।এদিনের শুনানিতে এই নিয়োগ নিয়ে রাজ্যের তরফ থেকে আইনজীবী জানান, -' ১৭টি পদের মধ্যে ১০টি পদে নিয়োগের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে'। রাজ্যের এই বক্তব্যের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের প্রশ্ন, -'১৭টা পদে নিয়োগ নয় কেন'?প্রতুত্তরে এদিন স্বরাষ্ট্রসচিব আদালত কে জানান, -' ২০১৮ সালে এই দফতর তৈরি হয়। এখানে পিএসসি দ্বারা নিয়োগ হয়। আমি এই নিয়োগ নিয়ে পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলব।
এরপরই আদালত জানায়, -' এদিন দু'টোর মধ্যে পিএসসি চেয়ারম্যানের বক্তব্য জানতে হবে। ভার্চুয়াল মাধ্যমে আদালতকে জানাতে হবে কাদের নিয়োগ করা হচ্ছে'।শুধু তাই নয়, এদিন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানায়, -' পাবলিক সার্ভিস কমিশনের হাতে যে ১৭টি শূন্যপদ রয়েছে তার মধ্যে অবিলম্বে ১০টি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে হবে রাজ্য কে'।রাজ্যের ফরেন্সিক দফতরের ১০টি পদে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পুজোর আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বলে জানিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ।সম্প্রতি কলকাতা হাইকোর্টে এনডিপিএস আইনে একটি মামলা চলছিল । সেই মামলায় রাজ্যের ফরেন্সিক দফতরের কাছ থেকে রিপোর্ট চেয়েছিল আদালত। কিন্তু সেই রিপোর্ট সময় মতো জমা পড়েনি। রাজ্যের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, ফরেন্সিক দফতরে কর্মচারী না থাকায় রিপোর্ট দেওয়া যায়নি। এই কথা জেনে দ্রুত নিয়োগের নির্দেশ জারি করলো কলকাতা হাইকোর্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct