সেক আনোয়ার হোসেন, হেঁড়িয়া, আপনজন: কৃষ্ণনগরে হেঁড়িয়া,খেজুরি, মুগবেড়িয়া এলাকার কয়েক হাজার বামপন্থী যুবদের নিয়ে সকাল ১১ টায় পূর্বে হেঁড়িয়া থেকে কৃষ্ণনগর ৪ কিলোমিটার মহা মিছিল হয় বামফ্রন্টের।মিছিল শেষে সমাবেশ হয়,সভায় সভাপতিত্ব করেন কম: রবীন্দ্রনাথ দোলাই।সভা থেকে ফের তৃণমূল সরকারকে একহাত নিলেন সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়।পূর্ব মেদিনীপুরের খেজুরির কৃষ্ণনগরে সোমবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “অপদার্থ সরকার।অপদার্থ তৃণমূল কংগ্রেসের গোটা পার্টিটা এই ভাবে তোপ দাগলেন তৃণমূল সরকার কে,এই সরকারের দ্বারা পরিচালিত সরকারের জন্যই আজকের বেকার যুবক যুবতীদের এই পরিণতি। দিন দিন সরকারের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে। ভরসা হারাচ্ছে।এই সরকারের প্রতি মানুষের ক্ষোভ আরও বাড়ছে।মানুষের ক্ষোভের আগুনেই এই সরকারকে পুড়তে হবে।”এখানেই শেষ নয়,মিনাক্ষী আরও বলেন, ‘শুধু একজন নয়, আন্দোলনরত ৯-জন শিক্ষক মারা গিয়েছেন।এর বাইরেও কতজন যে মারা গেছেন, তার খবর কেউ নেয়নি।’’ তিনি বলেন, ‘’এই সরকারে ঘুন ধরেছে। খেজুরির কৃষ্ণনগরে যুব সংগঠনের কর্মসূচিতে এসে মিনাক্ষী মুখার্জি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের সংগঠন মজবুত করতে কর্মীদের পাড়ায় পাড়ায় মাদুর পাতার নির্দেশ দেন। প্রান্তিক মানুষের অভাব অভিযোগ নিয়ে আন্দোলনে নামারও নির্দেশ দেন। উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি, সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, সুকুমার মইশাল, ইব্রাহিম আলী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct