আপনজন ডেস্ক: কেন্দ্রীয় সরকারেরে কাছে বাংলা বকেয়া নিয়ে মুখ্যমন্ত্রী বারে বারে সরব হলেও বারে বারে বাংলা ভালো কাজের সার্টিফিকেট পেয়ে চলেছে কেন্দ্রের। এবার কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পে উল্লেখযোগ্য অবদানের জন্য পশ্চিমবঙ্গকে বেছে নেওয়ার জন্য উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে ধন্যবাদ জ্ঞাপন করলেন কেন্দ্রের জলসম্পদ মন্ত্রককে। কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পে জলসম্পদ মন্ত্রক পশ্চিমবঙ্গকে বেছে নেওয়ায় ট্যুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আমি এটা ঘোষণা করতে পারার জন্য আনন্দিত হয়েছি যে জল জীবন মিশনের অধীনে ‘পরিমাণ’ প্যারামিটারে অভাবনীয় কৃতিত্বের জন্য পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে। আমাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে জলসম্পদ মন্ত্রককে ধন্যবাদ জানাচ্ছি।’মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘এই পুরস্কার এটাই প্রমাণ করে যে জনগণের সেবায় নিয়োজিত আধিকারিকরা কতটা প্রতিশ্রুতিবদ্ধ। জনস্বার্থে আমাদের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করে যাব। বাংলাই পথ দেখাবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct