আপনজন ডেস্ক: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার টেটে প্রশ্নভূল মামলাতেই আরও ৬৫ জন কে চাকরির নির্দেশ জারি করলেন। গত ২০১৪ সালে প্রাথমিক টেট পরীক্ষায় ৬ টি প্রশ্ন ভুল ছিল। যাঁরা সেই প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন তাঁদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দেয় আদালত। ওই প্রশ্নের ভিত্তিতে ৬ নম্বর পাওয়া ১৮৫ জন প্রার্থীকে এরআগেই চাকরির নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।২০১৪ সালে প্রাথমিক টেট পরীক্ষায় ছটি প্রশ্ন ভুল ছিল। যাঁরা সেগুলির উত্তর দিয়েছিলেন তাঁদের পুরো নম্বর দিতে বলেছিল আদালত। তার ভিত্তিতে ১৮৫ জনকে আগেই চাকরিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার আরও ৬৫ জন এতে যোগ হলেন এই নিয়োগ তালিকায়।এদিন শুনানি পর্বে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে , -’আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এঁদের নিয়োগ করতে হবে’। আদেশনামায় উল্লেখ রয়েছে যে, -’ যদি শূন্যপদ না থাকে তাহলে তা তৈরি করে নিয়োগ করতে হবে’।আদালত সুত্রে প্রকাশ, গত২০১৪ সালে টেট পরীক্ষা হলেও ভুল প্রশ্নের বিষয়টি সামনে আসে ২০১৮ সালে। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। কলকাতা হাইকোর্ট একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করে দেয় বিষয়টি খতিয়ে দেখার জন্য। তারপর সেই কমিটি রিপোর্ট দিয়ে জানায়, -’ছটি প্রশ্ন ভুল ছিল’।
এরপর আদালত নির্দেশ দেয়, -’ যাঁরা ওই ছটি প্রশ্নের যে ক’টির উত্তর লিখেছিলেন তাঁদের সেই হিসেবে নম্বর যোগ করতে হবে। এতে অনেকেরই ৬ নম্বর করে বাড়ে। এইরকম ১৮৫ জনকে তৃতীয় দফায় রায়দানে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দিল আদালত।এর আগে প্রশ্ন ভুল নিয়ে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে তীব্র ভর্তসনা করেছিল আদালত।এ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ পদক্ষেপ করার আগেই নির্দেশ দিল আদালত।ভুল প্রশ্নে ৬ নম্বর পাওয়া এমন আরও ৬৫ জনকে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন তিনি। শূন্যপদ না থাকলে, পদ তৈরি করে চাকরি দিতে হবে বলে নির্দেশ আদালতের। পুজোর আগেই তাঁদের নিয়োগপত্র দিতে হবে বলে আদালতের নির্দেশ। এদিন এই নতুন ৬৫ জনকেও পুজোর আগেই চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সময়সীমার আগেই চাকরির সুপারিশপত্র দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রশ্ন ভুল মামলায় ১৮৭ জনকে চাকরির নির্দেশ তিন দফায় দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি। তার মধ্যে ১৮৫ জনের চাকরির সুপারিশ পত্র বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদকে পাঠিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিভিন্ন জেলা থেকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের অফিস থেকে নিয়োগপত্র পাবেন ওই চাকরি প্রার্থীরা। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। অতি সম্প্রতি তাঁদের ইন্টারভিউ নেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct