আপনজন ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব কমতে না কমতেই এবার বাদুড়ের দেহে সন্ধান মিলেছে একই ধরনের নতুন আরেকটি ভাইরাস। এটি মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এ কথা বলেছেন। ভাইরাসটিকে খোস্তা-২ নামকরণ করা হয়েছে। গবেষকরা বলছেন, করোনা ও মাঙ্কিপক্সের পর এবার মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে। মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে তা বিপজ্জনক রূপ ধারণ করতে পারে বলেও জানান তারা। পল জি অ্যালেন স্কুল ফর গ্লোবাল হেলথের গবেষকরা এ গবেষণার নেতৃত্ব দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct