সুব্রত রায়, কলকাতা, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে অবমাননাকর মিম বানানোর অভিযোগে এক ইউটিউবারকে গ্রেফতার করল লালবাজারের গুণ্ডাদমন শাখা। ধৃত ইউটিউবারের নাম তুহিন মণ্ডল। তারাতলা থানায় অভিযুক্ত ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগ পাওয়ার পর নদিয়া জেলার তাহেরপুর থেকে তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দারা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের অবমাননাকর মিম বানানো হয়েছে বলে গত ২৫ সেপ্টেম্বর তারাতলা থানায় অভিযোগ দায়ের হয়। যেখানে বলা হয় এই অবমাননাকর মিম থেকে হিংসা ছড়াতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে সেই মিম ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগে জানানো হয়। এমন অভিযোগ পাওয়ার পর তৎপরতা শুরু করে গোয়েন্দারা। কলকাতা পুলিশ ও লালবাজারের গুণ্ডাদমন শাখার গোয়েন্দারা তদন্তে নামেন। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, নদিয়ার তাহেরপুর থেকে এই মিম ছড়ানো হচ্ছে। এরপর টাওয়ার লোকেশন ট্র্যাক করে তুহিন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। লালবাজার সূত্রে খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এই ধরণের মিম যারা বানিয়েছে ইতিমধ্যে তাদের নামের একটি তালিকা তৈরি করা হয়েছে। তল্লাশি চালিয়ে সেই ইউটিউবারদের গ্রেফতার করা হবে বলে জানা গিয়েছে।উল্লেখ্য এর আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগে ইউটিউবার রোদ্দুর রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। চলতি বছরের জুন মাসের প্রথম সপ্তাহে তাঁকে গোয়া থেকে গ্রেফতার করে লালবাজারের সাইবার ক্রাইম ও গুন্ডাদমন শাখা। তার আগে ২০১২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কার্টুন শেয়ার করায় গ্রেফতার হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct