আপনজন ডেস্ক: ইতালির জাতীয় নির্বাচনে রক্ষণশীল জোট জয় পেয়েছে। বিবিসি জানিয়েছে, ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ডানপন্থী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন জর্জিয়া মেলোনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ডানপন্থী জোট ক্ষমতা পেতে যাচ্ছে ইতালিতে। ভোটের প্রকাশিত ফলাফলে জরিপের সঙ্গে মিল পাওয়া গেছে। অর্ধেক ভোট গণনার পর দেখা যায়, জর্জিয়া মেলোনির ব্রাদার্স অব ইতালি প্রায় ২৬ শতাংশ ভোট পেয়েছে। এর আগে দলটি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মাত্র ৪ শতাংশ ভোট পেয়েছিল। ইতালির বহু সমস্যার সমাধানে নতুন একজনকে বেছে নিয়েছেন ভোটাররা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct