আপনজন ডেস্ক: আইপিএলে ইনিংস ওপেন করলেও টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলে বিরাট কোহলি ব্যাট করেন তিন নম্বরে। এখন পর্যন্ত খেলা ৯৯ ইনিংসের ৭০টিতেই ব্যাট করেছেন এই পজিশনে, বিপরীতে ওপেনিং মাত্র ৯টিতে। তারপরও টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি ভারতের ইনিংস ওপেন করবেন কি না, এমন একটা আলোচনা সম্প্রতি হচ্ছে ভারতের ক্রিকেট মহলে। এই আলোচনার মূলে এশিয়া কাপের একটি ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে অধিনায়ক রোহিত শর্মা বিশ্রাম নিয়েছিলেন। সেই ম্যাচে লোকেশ রাহুলের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন কোহলি।সেদিন ৬১ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন ভারতের সাবেক অধিনায়ক। এটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার ২০ দিন পর কোহলির প্রথম সেঞ্চুরি। ২০০ স্ট্রাইক রেটের এই ইনিংস দিয়েই দারুণভাবে নিজের আসল রূপটা ফিরে পেয়েছেন। ভারতের হয়ে ওপেনিংয়ে কম খেললেও আইপিএলে ইনিংস শুরু করতে নেমে নিয়মিতই ভালো খেলেন কোহলি। আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টোয়েন্টি মিলিয়ে ৯৩ ইনিংসে ওপেন করে তুলেছেন ৩ হাজার ৩৭২ রান। যেখানে তিন নম্বর পজিশনে ৭০ ইনিংসে ব্যাটিং করে রান ২ হাজার ৬৯৯। তিন নম্বরের তুলনায় ওপেনিংয়ে স্ট্রাইক রেটও কিছুটা বেশি—তিনে ১৩৪.৭৪, ওপেনিংয়ে ১৩৭.২৪। স্বীকৃত টি-টোয়েন্টিতে করা ৬টি সেঞ্চুরির সব কটিই ইনিংস উদ্বোধন করতে নেমে। কোহলির এই ওপেনিং-সাফল্য সামনের মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও কাজে লাগানোর কথা বলছেন অনেকে। এই আলোচনার সূত্র ধরে ভারত অধিনায়ক রোহিত বলেছিলেন, বিশ্বকাপে তৃতীয় ওপেনার হিসেবে থাকবেন কোহলি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct