আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের আউরাইয়ায় এক দলিত ছাত্রকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। বলা হচ্ছে, ওই শিক্ষক ক্লাসে শিশুদের পরীক্ষা নিয়েছিলেন। এতে দলিত ছাত্র লিখিত ওএমআর সিটে একটির পরিবর্তে দুটি বাক্স কালো করে সামাজিক বিজ্ঞানে সামাজিকের পরিবর্তে সমাজক কথাটি লিখেছিল। এতে ক্ষিপ্ত হয়ে উচ্চ বর্ণের ওই শিক্ষক বলে অভিযোগ। অভিযোগ ওই শিক্ষক, তাকে লাঠি, লাথি ও ঘুষি দিয়ে এত মারেন যে তিনি অজ্ঞান হয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ তারিখ তার মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে সোমবার স্কুল বন্ধ ঘোষণা করা হয়। অভিযুক্ত শিক্ষক পলাতক, পুলিশ তাকে খুঁজছে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় স্বজনরা অ্যাম্বুলেন্সে করে লাশ সরাসরি স্কুলে নিয়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে ভীম আর্মির সদস্যরাও গ্রামে পৌঁছে তোলপাড় করছে। পরিবারের ৭টি দাবি রয়েছে। আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে হবে। নিহতের পরিবারকে ৫০ লাখ টাকা দিতে হবে ও পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে। নির্যাতিতার পরিবারকে আবাসন দিতে হবে। অভিযুক্তদের দ্রুত বিচার করতে হবে। জানা গেছে, আছলদা থানা এলাকার কসবা ফাফুন্ড রোডের আদর্শ ইন্টার কলেজের বৈশোলি গ্রামের বাসিন্দা নিখিত কুমার (১৫ বছর) দশম শ্রেণিতে পড়ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct