সুব্রত রায়, কলকাতা, আপনজন: পুজোর আগে বড় খবর। আগামী ১১ ডিসেম্বর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকার নিয়োগের জন্য টেট পরীক্ষা। মোট শূন্যপদের সংখ্যা ১১ হাজারের বেশি। পুজোর আগেই সেই পরীক্ষার বিজ্ঞপ্তি বার হলেও রেজিস্ট্রেশন শুরু হবে লক্ষ্মীপুজোর পরে। শেষ হবে কালিপুজোর আগেই। সাংবাদিক সম্মেলনে ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের।রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে রাজনীতির আঙিনায় জলঘোলা কিছু কম হচ্ছে না। সেই সঙ্গে নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে শিক্ষক ও শিক্ষিকার পদে নিয়োগের দাবিদাররাও। এরই মধ্যে নিয়োগ দুর্নীতিতে সিবিআই ও ইডির যৌথ তদন্তে গ্রেফতার হয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় এবং এসএসসি’র বেশ কিছু কর্তা। গ্রেফতার হয়েছে কিছু মিডলম্যানও। উদ্ধার হয়েছে কয়েকশো কোটি টাকার সম্পত্তি সঙ্গে নগদ কোটি কোটি টাকাও। এই অবস্থায় রাজ্য সরকারের ওপর চাপ বাড়ছিল দ্রুত ফের টেট পরীক্ষা নেওয়ার।
সেই সূত্রেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুদিন আগেই জানিয়েছিলেন খুব শীঘ্রই টেট পরীক্ষা নেওয়া হবে। সেই সূত্র ধরেই এদিন এক সাংবাদিক বৈঠকে গৌতম পাল জানান, আগামী ১১ ডিসেম্বর রাজ্যে টেটের লিখিত পরীক্ষা নেওয়া হবে।গৌতমবাবু এদিন এটাও জানিয়েছেন, পুজোর আগেই এই লিখিত পরীক্ষার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কিন্তু সেখানে আবেদন জানানো যাবে লক্ষ্মীপুজোর পরে। কালিপুজোর আগে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তারপরেই শুরু হয়ে যাবে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি। কার্যত তখনই সামনে আসবে এই বছর ঠিক কতজন পরীক্ষার্থী এই চাকরির পরীক্ষার জন্য আবেদন করতে চলেছেন। গৌতমবাবু এদিন আরও জানিয়েছেন, এইবছর ১১ হাজারেরও বেশি পদে নিয়োগ করা হবে এবং এবার থেকে প্রতি বছর এই পরীক্ষা নেওয়া হবে এবং নিয়োগও হবে। সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সব টেট পরীক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরাও এবারের পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct