মোল্লা মুয়াজ ইসলাম, খন্ডঘোষ: কেমিক্যাল-এর ব্যবহার ফলে চাষের জমি ও মাটিতে ব্যাপক ক্ষতি হচ্ছে ।এর ফলে মানুষের শরীরের অতিরিক্ত রোগ বাসা বাঁধছে। সেই রোগ মুক্ত ফসল পেতে ন্যানো পদ্ধতিতে পূর্ব বর্ধমানের বিভিন্ন মাঠে শুরু হয়েছে চাষ। যেখানে আগে এক বিঘা জমিতে বস্তার পর বস্তা ক্যমিকেল সার ব্যবহার করা হতো সেখানে বিঘেতে ৫০০, এক কেজি ন্যানো সার ব্যাবহার করে অনেক ফলন পাচ্ছে চাষিরা । পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ঝেয়ে গ্রামে প্রায় দেড়শো বিঘে জমি পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে যেখানে কোন কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে না। ঝেয়ের মাঠে কেমিক্যাল ছাড়া ধান চারা যথেষ্ট উন্নত ও পুষ্টি যুক্ত দেখা গেল । এবং এই পদ্ধতিতে চাষে রোগ পোকা নেই বললেই চলে চাষি দিলীপ চক্রবর্তী জানান. এর ফলে চাষে যেমন অনেক কম খরচা হবে তেমনি ফলন অনেক বেশি হবে। এই পদ্ধতিতে চাষ আগামী দিনের দেশে দৃষ্টান্ত স্থাপন করবে এবং কৃষি বিপ্লব আনবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct