নিজস্ব প্রতিবেদক, কলকাতা: মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ বঞ্চিত চাকরিপ্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ চলছে। ৩য় দফার ধর্নামঞ্চের ২৪ তম দিনে মঞ্চে উপস্থিত ছিলেন মীযান পত্রিকার সম্পাদক ডা. মসিউর রহমান এবং ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারোয়ার হাসান। কার্যত মাদ্রাসা সার্ভিস কমিশন ২০১৩ সালে বিজ্ঞাপন দিয়ে বলেছিল ৩১৮৩ শূন্যপদ সহ আপডেট ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। ২০১৪ তে লিখিত পরীক্ষা নেওয়া হয়। অত:পর ২০১৬ সালের সেপ্টেম্বরে লিখিত পরীক্ষার রেজাল্ট জানা যায় এবং ২০১৭ সালে ইন্টারভিউ হয়ে নিয়োগ শুরু হয় ২০১৮ সালে। কিন্তু কমিশন কোন মেধাতালিকা ছাড়াই মাত্র ১৫০০ জনকে নিয়োগ করে। আর বাকিদের নিয়োগ না করে বঞ্চিত করে৷ ২০১৮ সাল থেকে চলছে লাগাতার ডেপুটেশন।
বিক্ষোভ সমাবেশ ও অনশন। মহামান্য সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট এর নির্দেশ থাকা সত্ত্বেও নিয়োগ করা হয়নি। রাজ্যের ৬১৪ টি মাদ্রাসার মধ্যে প্রায় ২২ টি মাদ্রাসা বন্ধ। বর্তমানে মাদ্রাসাগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত ২০০:১ বা তার বেশি। প্রায় ১০০০০ ভ্যাকান্সি পড়ে রয়েছে। দশ বছরে মাত্র একবার এস এল এস টি তাও আবার অর্ধেক নিয়োগ। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন ও প্রাইমারির ক্ষেত্রে সিবিআই - ইডির জেরে সেখানে বঞ্চিত চাকরিপ্রার্থীদের ভ্যাকান্সি ক্রিয়েট করে নিয়োগ দিচ্ছে, অথচ মাদ্রাসায় ভ্যাকান্সি পর্যাপ্ত তবুও চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে। আবার মাদ্রাসায় ভুতুড়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের খবর সামনে এসেছে। যাদের রেকোমেন্ডেড পেপারে কমিশনের শীল সই রয়েছে।
মাদ্রাসার বঞ্চিত চাকরিপ্রার্থীরা মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চের আওতায় লাগাতার সংগ্রাম করে চলেছেন। তাদের মঞ্চে কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু মন্ত্রী কে দেখা গেলেও দেখা যায়নি রাজ্য শাসক দলের কোনো নেতামন্ত্রীকে। এমনকি সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা মন্ত্রী গোলাম রাব্বানী কেও। দেখা যায় নি কমিশনের চেয়ারম্যান গোলাম আলি আনসারি কেও। মাদ্রাসার শিক্ষক নিয়োগে দুর্নীতির কালে মাদ্রাসার শিক্ষামন্ত্রী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বুদ্ধিজীবী ও রাজনৈতিক মহলে তীব্র নিন্দা জানানো হয়েছে। তাদের দাবী, স্কুল বিষয়ক শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর যদি জেল হয়, তাহলে মাদ্রাসার শিক্ষা মন্ত্রীর জেল কবে হবে?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct