আজিম সেখ, রামপুরহাট: দিনমজুর তথা ধান পোতার কাজ করে বাড়ি ফেরার পথে অটোর সাথে সরকারি বাসের ধাক্কায় একজন পুরুষ ও আটজন মহিলা মোট নয়জনের মৃত্যু ঘটেছিল গত ৯ ই আগষ্ট মঙ্গলবার বিকেলে। নিহতরা সকলেই রামপুরহাট থানার কাষ্টগড়া পঞ্চায়েতের পারকান্দি গ্রামের আদিবাসী পরিবারের।সেই মর্মান্তিক দিনে গ্রাম জুড়ে শুধু কান্নার রোল ছিল। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সকালেই উক্ত গ্রামে পৃথক পৃথক ভাবে যান বিভিন্ন রাজনৈতিক দল । মৃত নয়জনের পরিবারের জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে মৃত্যু পিছু দুই লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে সিপিআইএম এবং বিজেপির কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য সরকারকে। রাজ্য সরকারের কথা মতো ১০ই আগষ্ট বুধবার জেলা শাসকের হাতেদিয়ে রাজ্য সরকার ঘোষিত দুই লাখ টাকার চেক প্রদান করেন।
কিন্তু এক থেকে দেড় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কেন্দ্র সরকারের ঘোষণার সেই দুই লক্ষ টাকা হাতে পাননি মৃতের পরিবার। সেই পরিবারের পাশে এসে দাঁড়ালেন সংসদ শতাব্দী রায়, ডেপুটি স্পিকার ডক্টর আশিষ ব্যানার্জী, বীরভূম জেলা সেক্রেটারি সুনীল সরেন, সমাজ সেবি জাহাঙ্গীর খান, উপ প্রধান নিয়ামত শেখ,রূপালী টুডু সহ আরো অনেকে । প্রতিটি মৃত্যু পরিবারকে বেশ কিছু বস্ত্র ত্রাণ দিয়ে সাহায্য করলেন। শতাব্দী রায় জানান, পারকান্দি গ্রামে আদাবাসী পরিবারদের সঙ্গে এক দিন রাত সময় কাটাবেন। এই পরিবারগুলো কি ভাবে জীবন যাপন করে তাও আমার দেখার খুব ইচ্ছা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct