সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাঁকুড়া ডিপো ঘেরাও করে বিক্ষোভ, বিক্ষোভ কর্মসূচীর জেরে ডিপোতেই আটকে অধিকাংশ বাস রবিবার আন্দোলন তৃতীয় দিনে পড়ল। ২০১৩ সাল থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় ক্রমশ কমেছে স্থায়ী কর্মীর সংখ্যা। পাল্লা দিয়ে বেড়েছে অস্থায়ী কর্মীর সংখ্যা। ডিপো সূত্রে জানা গেছে ২০১৩ সাল থেকে ১৬০ জনেরও বেশি অস্থায়ী কর্মী নিয়োগ হয়েছে দক্ষিন বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাঁকুড়া ডিপোতে। এই ডিপো থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বাস পরিসেবার একটা বড় অংশ নির্ভর করে এই অস্থায়ী কর্মীদের উপর। এদিনের আন্দোলনকারী অস্থায়ী শ্রমিকদের দাবী দিনের পর দিন বাস পরিষেবার সাথে যুক্ত থাকার পরেও তাঁদের স্থায়ীকরণের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সমকাজে মিলছে না সমবেতন। নিয়ম অনুযায়ী মাসে ২৬ দিনের কাজও দেওয়া হচ্ছে না। সবেতন ছুটির সুবিধাও দেওয়া হচ্ছে না সংস্থার তরফে। উল্টে অস্থায়ী কর্মীদের যখন তখন ইচ্ছেমতো ছাঁটাই করছে সংস্থার আধিকারিকরা। এরই প্রতিবাদে আজ সকাল থেকে কাজে যোগ না দিয়ে বাঁকুড়া ডিপোর মূল গেট ঘেরাও করে রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতৃত্বে বিক্ষোভ শুরু করেন অস্থায়ী কর্মীরা। তাঁদের সাত দফা দাবিপূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এই আন্দোলনের ফলে বহু বাস বাতিল হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct