কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: ক্যানিং ট্রেন ফ্রেন্ডস্ ওয়েলফেয়ার গ্রুপের পক্ষ থেকে। ক্যানিং ষ্টেশন চত্বরে আয়োজিত প্রথম বর্ষের রক্তদান উৎসবে প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। এদিন রক্তদান উৎসবে পুরুষ মহিলা মিলিয়ে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখ্য প্রতিনিয়ত ট্রেনে যাতায়াত করেন বিভিন্ন দফতরের সরকারী কর্মচারীরা। তাঁদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই সম্পর্কের জেরে ২০২০ সালে তৈরী হয় ট্রেন ফ্রেন্ডস্ ওয়েলফেয়ার গ্রুপ।শুধুমাত্র চাকরি করলে হবে না। সমাজের জন্য কিছু করতে হবে এমন ভাবনা থেকে সমাজসেবার কাজে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত গ্রহন করা হয় গ্রুপের পক্ষ থেকে। ট্রেন ফ্রেন্ডস্ ওয়েলফেয়ার গ্রুপের সভাপতি গৌরচন্দ্র সরদার বলেন রক্তদানের মধ্যদিয়ে আমাদের পথ চলা শুরু। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং মাতলা ২ পঞ্চায়েত প্রধান উত্তম দাস,অর্জুন পুরষ্কার প্রাপ্ত সাঁতারু প্রশান্ত কর্মকার, ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ, ওয়াটারপোলো, রবীন বল দে ,ক্যানিং আরপিএফ ইনচার্জ পঙ্কজকুমার, ক্যানিং জিআরপি ওসি তাপস কান্তি দে প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct