সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: আবারো মানবিক মুখের পরিচয় দিল সোনামুখী থানার পুলিশ । পুজোর আগে মহালয়ায় এক মহিলাকে আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিল সোনামুখী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানতে পারা যায় , শ্রাবণী ভরতদাজ সোনামুখী পৌরশহরের সুপার মার্কেটে একটি ছোট্ট দোকান চালান । প্রায় বছর খানেক আগে প্রাণ হারান তার স্বামী। তার পর থেকে সংসারের দায়ভার নিজের কাঁধে তুলে নিতে বাধ্য হন তিনি এবং ছোট্ট দোকান নিজেকেই চালাতে হয় তার ওপর সংসার ও ছেলে মেয়ের পড়াশোনার খরচ রয়েছে। কোনরকমে সন্তানদের নিয়ে সংসার চলে তার এই পরিস্থিতিতে বাড়িতে ইলেকট্রিক বিল দিতে না পারায় বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
পুজোর আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াতে চরম সমস্যায় পড়তে হয়েছিল শ্রাবণী ভরতদাজকে। এইরকম এক কঠিন মুহূর্ত আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবিক মুখের পরিচয় দিলেন সোনামুখী থানার পুলিশ। পুলিশের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন সোনামুখী পৌরশহরের সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারন মানুষ । তবে এটাই প্রথম নয় এর আগেও বহুবার সোনামুখী থানার পুলিশ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct