দেবাশীষ পাল, মালদা: রবিবার মহালয়ার দিন সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হল হবিবপুরে ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের, নতুন বাস স্ট্যান্ড এলাকায়। বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম ছিল পরিস্রুত পানীয় জলের জন্য জলস্বপ্ন প্রকল্পের উদ্বোধন। এছাড়াও মৃতদেহ বহনকারী যানবাহন স্বর্গরথ, বেশ কিছু রাস্তাঘাট,পানীয়,ও জলের ট্যাঙ্কার,পার্ক সহ প্রায় ৩৮টি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হয় এই সভা থেকে।নতুন ভাবে সেজে তোলা হচ্ছে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতকে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। বিধায়ক চন্দনা সরকার। এছাড়াও ছিলেন হবিবপুরের বিডিও সুপ্রতীক সাহা, হবিবপুর থানার আধিকারিক সহ বুলবুলচন্ডী অঞ্চলে প্রধান সহ এলাকার বিশিষ্ট সমাজসেবক সহ অনেকে। পুজোর আগে মহালয়া দিন বিভিন্ন প্রকল্পের পরিসেবার উপহার দিলেন বুলবুলচন্ডী অঞ্চলের বাসীন্দাদের এই উপহার পেয়ে খুশি এলাকার মানুষজন।
রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় ৩৮ টি প্রকল্পের উদ্বোধন করা হল। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আগামীতে আরো নতুন করে ব্লুটুথ গ্রাম পঞ্চায়েত কে সাজিয়ে তোলা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct