সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি। সারা রাজ্যের দায়িত্ব তাঁর কাঁধে। সব দায়িত্ব সামলেও ছেদ পড়েনি তাঁর সাহিত্য, শিল্প ও সঙ্গীত সাধনায়। একাধিক বইয়ের প্রণেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর পুজো উপলক্ষে নিজের লেখা গানের অ্যালবাম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। রবিবার নজরুল মঞ্চে ‘বাংলার গান, উৎসবের গান’ নামের অ্যালবামটি প্রকাশ করেন তিনি।বাংলার গান, উৎসবের গান’ অ্যালবামে মোট ৭টি গান রয়েছে। প্রত্যেকটির কথা, সুর ও কণ্ঠদান স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের । যে ৭টি গান এই অ্যালবামে রয়েছে সেগুলি যথাক্রমে ‘টাক ডুমাডুম’, ‘আমি সংগীত পিয়াসী’, ‘চলো যাই চলো যাই’, ‘ধ্রুবতারা তুমি’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অ্যালবামে গান গেয়েছেন শ্রীকান্ত আচার্য, মনোময়, জিৎ গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, অদিতি মুন্সি, বাবুল সুপ্রিয়। এই গানের সিডি রবিবার থেকেই নজরুল মঞ্চে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। পরে তৃণমূল ভবন থেকেও এই অ্যালবাম মিলবে। এদিন গানের অ্যালবামের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘গানগুলো সবাই মিলে করেছি। রাজ খুব ভালভাবে সব আয়োজন করেছে। গানগুলো আপনারা পুজোর সময় ক্লাবে ক্লাবে বাজাতে চাইলে, বাজাতে পারেন।’এদিন তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’র শারদ সংখ্যা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের বর্ষীয়াণ নেতা সুব্রত বক্সি, সুখেন্দুশেখর রায়, সৌগত রায়, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, সাহিত্যিক নৃসিংপ্রসাদ ভাদুড়ী, গায়ক ইন্দ্রনীল সেন। নজরুল মঞ্চে এদিন বিশেষ পারফর্ম করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অদিতি মুন্সি। তাঁদেরকে বিশেষ পুরস্কার দেওয়ার জন্য কুণাল, ইন্দ্রনীলদের আবেদন জানান মুখ্যমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct