সুব্রত রায়, কলকাতা, আপনজন: পুজোর মরসুমে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু। আর তাই ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা তৈরি করতে এবার অভিনব উদ্যোগ নিল কলকাতা পুরসভা। শহরের পুজো মণ্ডপগুলিতে লেখা থাকবে ‘মশারি টাঙান’। শুধু তাই নয় মহানগরের বেশকিছু পুজো মণ্ডপে বিনামূল্যে ডেঙ্গু টেস্টেরও ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে।কলকাতা পুরসভার এই উদ্যোগ নিয়ে শনিবার মেয়র ফিরহাদ হাকিম জানান, প্রতিটা পুজো মণ্ডপে সচেতনতামূলক প্রচার কাজ করবেন আয়োজকরা। ডেঙ্গু সচেতনতা প্রচারে হোর্ডিং টাঙাতে হবে উদ্যোক্তাদের। তিনি আরও জানান, পুজোর দিনগুলিতে নিয়মিত সকালে মশা মারার তেল স্প্রে করা হবে। ডেঙ্গু সচেতনতায় কলকাতা জুড়ে প্রায় ১৭০০ হোর্ডিং টাঙিয়েছে পুরসভা।রাজ্য স্বাস্থ্য অধিকর্তা ডা. সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, কলকাতার একাধিক পুজোমণ্ডপে বিনা পয়সায় ডেঙ্গুর টেস্টের ব্যবস্থা থাকছে। কলকাতার ম্যাডক্স স্কোয়্যার, যোধপুর পার্ক এবং পূর্বালোক সংহতি পার্কের পুজো মণ্ডপে থাকবে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা। ঠাকুর দেখতে এসে কেউ চাইলেই সেখানে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করতে পারবেন। জানিয়েছেন ক্লিনিকাল ট্রায়াল বিশেষজ্ঞ স্নেহেন্দু কোনার। অন্যদিকে কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের একাধিক পুজো মণ্ডপে ডেঙ্গু টেস্টের ব্যবস্থা থাকছে বলে এই ওয়ার্ডের পুরমাতা মৌসুমী দাস জানিয়েছেন। তিনি আরও জানান, পুজোর বিজ্ঞাপনের পাশাপাশি ডেঙ্গু সচেতনতার হোর্ডিংয়ে ছেয়ে দেওয়া হবে এলাকা। উল্লেখ্য গত বৃহস্পতিবার বিশেষ সাফাই অভিযান চালাতে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে রাজ্যের প্রতিটি পুরসভার কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকায় দু’দফায় সাফাই অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত প্রথম দফায় সাফাই অভিযান চালাবে পুরসভাগুলি। আর দ্বিতীয় দফায় এই সাফাই অভিযান চালাতে হবে অক্টোবর মাসের ১১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত। ডেঙ্গু মোকাবিলায় এই সাফাই অভিযানে পুজো প্যান্ডেল সংলগ্ন এলাকায় জোর দেওয়ার কথা বলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct