সুব্রত রায়, কলকাতা, আপনজন: হঠাৎই অসুস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । শনিবার রাতে নিজের বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী । খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে এই অসুস্থতা বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।পশ্চিম মেদিনীপুর তৃণমূল সূত্রে খবর, শনিবার রাত ৮টা নাগাদ ডেবরায় নিজের বাড়িতে আচমকাই অসুস্থ বোধ করেন বিধায়ক হুমায়ুন কবীর। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ডেবরার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তৃণমূল কর্মী-সমর্থকরা। তবে সেখানে নিয়ে গেলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। ডেবরার হাসপাতালের চিকিৎসকরা প্রাক্তন মন্ত্রীকে কলকাতার হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দেন। এর পর রাতেই তাঁকে অক্সিজেন দিয়ে নিয়ে আসা হয় কলকাতায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় বিধায়ককে। হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসকরা তড়িঘড়ি তাঁর চিকিৎসা শুরু করেন। পরীক্ষা নীরিক্ষার পর চিকিৎসকরা জানান, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন ডেবরার বিধায়ক।উল্লেখ্য, হুমায়ুন কবীর চন্দন নগরের পুলিশ কমিশনার ছিলেন। চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দেন। একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হন তিনি। নির্বাচনে জয়লাভও করেন হুমায়ুন কবীর। প্রাক্তন এই পুলিশ কর্তা কারিগরি শিক্ষা দফতরের প্রতিমন্ত্রীও ছিলেন। যদিও, বর্তমানে মন্ত্রীসভা থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। শনিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগে রয়েছেন তাঁর অনুগামীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct