আপনজন ডেস্ক: এবার পাকিস্তানের ও ধনীদের ওপর বসল সুপার ট্যাক্স। দেশের বাজেট ঘাটতি কমিয়ে আনতে বৃহৎ শিল্প এবং যাদের আয় বেশি, তাদের ওপর ‘সুপার ট্যাক্স আরোপ করেছে শাহবাজ শরিফের সরকার। বৃহৎ শিল্পগুলোর ওপর ১০ শতাংশ সুপার ট্যাক্স আরোপ করা হয়েছে। আর যাদের বার্ষিক আয় ১৫ কোটি রুপির বেশি, তাদের ১-৪ শতাংশ পর্যন্ত অতিরিক্ত কর দিতে হবে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহৎ শিল্পগুলোর ওপর ১০ শতাংশ সুপার ট্যাক্স আরোপের ঘোষণা দিয়ে বলেন, 'ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে দেশের দরিদ্রদের সহায়তার জন্য রাজস্ব বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহৎ শিল্পগুলো বিবেচনায় সিমেন্ট, ইস্পাত, চিনি, তেল-গ্যাস, সার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল, পোশাক, ব্যাংক, গাড়ি, সিগারেট, কোমল পানীয়, রাসায়নিক ও উড়োজাহাজ ১০ শতাংশ ‘সুপার ট্যাক্সের’ আওতায় আসছে।' ধনীদের ওপর আরোপ করা করকে দারিদ্র্য বিমোচন কর বলা হচ্ছে। বার্ষিক আয় ১৫ কোটি টাকর বেশি হলে ১ শতাংশ, ২০ কোটির বেশি হলে ২ শতাংশ, ২৫ কোটির বেশি হলে ৩ শতাংশ ও ৩০ কোটির বেশি হলে ৪ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে। পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেন, 'সব খাতে ৪ শতাংশ সুপার ট্যাক্স প্রযোজ্য হবে। তবে বিশেষ ১৩টি খাতে আরো ৬ শতাংশ কর আরোপ করা হয়েছে, যা সব মিলিয়ে ১০ শতাংশ হবে। ফলে তাদের কর ২৯ শতাংশ থেকে ৩৯ শতাংশে গিয়ে দাঁড়াবে। আগের চারটি রেকর্ড বাজেট ঘাটতি মেটানোর জন্য এককালীন এই সুপার ট্যাক্স আরোপ করা হয়েছে।' ভাষণে শাহবাজ শরিফ এই করারোপকে বাজেটের ‘কঠিন’সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ' দেশকে মারাত্মক ঝুঁকি থেকে রক্ষায় এই ‘সাহসী’ সিদ্ধান্ত নিয়েছে জোট সরকার। দায়িত্ব নেওয়ার পর সরকারের সামনে দুটি বিকল্প ছিল-নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া কিংবা কঠিন সিদ্ধান্ত গ্রহণ ও ডুবন্ত অর্থনীতিকে সামাল দেওয়া। জনগণকে সংকটে ফেলে সরে যাওয়া এবং অন্যদের মতো নীরব দর্শকের ভূমিকা পালন সহজ ছিল। তবে চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার দ্বিতীয় বিকল্পটিই গ্রহণ করেছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct