আব্দুস সামাদ মন্ডল, হুগলি, আপনজন: হাতেগোনা আর কয়েকটা দিন বাকি তারপরেই শুরু দুর্গোৎসব। এই শারদীয়া উৎসবে প্যান্ডেল থেকে ঠাকুর দেখা থেকে ঘুরে বেড়ানো-সবকিছুতেই সাধারণ মানুষকে উৎসাহ দিতে এবার এগিয়ে এল রাজ্যের পরিবহণ দপ্তর। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর কয়েকদিন আগেই প্রেস কনফারেন্স করে স্পেশাল বাসের ঘোষণা করেছিলেন। শনিবার হুগলি জেলার চুঁচুড়ার রবীন্দ্রভবনে এসে সেই কথারই পুনরাবৃত্তি করলেন। পরিবহণ মন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটা মানুষকে উৎসবমুখর করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কেনাকাটা থেকে শুরু করে ঠাকুর দেখা সব কিছুর জন্যেই থাকছে স্পেশাল বাস। শহরের বড় পুজো তো বটেই তাছাড়া কেউ যদি বসিরহাট জমিদার বাড়ির পুজো, কামারপুকুর জয়রামবাটির পুজো দেখতে যেতে চান তারও যথাযথ ব্যবস্থা থাকবে। সাধারণ মানুষের সুবিধার জন্য ১০০ স্পেশাল বাস চলবে পুজোর সময়, সারা রাত ধরে ১০০ সরকারি ও বেসরকারি বাস চলবে, এই বিশেষ বাস পরিষেবা চালু হবে মহাষষ্ঠীর দিন থেকে, যারা সরকারি বৃদ্ধাশ্রমে আছেন, তাঁদের পুজো দেখার জন্য নবমীর দিন বাসের আয়োজন করা হয়েছে। পুজো পরিক্রমার জন্য কেউ বাস বুক করতে চাইলে পরিবহণ দপ্তরের সরকারি ওয়েবসাইটেই সেই ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এদিন তিনি জাঙ্গিপাড়া বিধানসভার রাজবলহাটে একটি একটি কর্মীসভা করেন। পাশাপাশি শিশুদের বিনোদন দেওয়ার জন্য একটি শিশু উদ্যান উদ্বোধন করেন। তারপর জাঙ্গিপাড়া বিধানসভার রশিদপুরে প্রশাসনিক অনুষ্ঠানও করেন। সেখান থেকেই পুজো কমিটির হাতে চেক তুলে দেন পরিবহণমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct