মহামেডান-৩(মার্কাস, ওসমান,ফসলু)। এরিয়ান-০।
মহামেডান বনাম এরিয়ান ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচঃ মার্কাস জোসেফ
মোস্তাফিজুর রহমান, কল্যানী, আপনজন: দায়সারা মনোভাবে চলছে কলকাতা লিগ। একদিকে মোহনবাগানের নাম তুলে নেওয়া,অপরদিকে ইস্টবেঙ্গলের জুনিয়র খেলোয়াড় খেলানো, ঐতিহ্যশালী কলকাতা লিগের জৌলুস কমিয়ে দিয়েছে অনেকটাই। তবুও যতটুকু আকর্ষণ বেঁচে,তা ওই মহামেডানের জন্যই।রবিবার ভরদুপুরে প্রখর রৌদ্রে কল্যানী স্টেডিয়ামে মুখোমুখী হয় মহামেডান ও এরিয়ান। খেলা কখনোই উচ্চমার্গে পৌঁছায়নি তীব্র দাবদাহে। ওই সময় সুন্দর গতিশীল ফুটবল খেলা সম্ভবও নয়।তথাপিও আন্দ্রে চের্নিশভ বাহিনী বেশ ভালো ফুটবল খেললেন। এরিয়ানকে ৩-০ হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুললেন।এদিন ম্যাচের ৪২ মিনিটে এরিয়ানের ডিফেন্ডারের থেকে আলগা বল পেয়ে গোল করতে ভুল করেননি সুযোগসন্ধানী মার্কাস জোসেফ (১-০)। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ব্যবধান বাড়ান ওসমান এনদিয়ে। ফাইয়াজের সেন্টার হেডে নামিয়ে দেন মার্কাস,পায়ের জটলা ভেদ করে ওসমানের শট আশ্রয় নেয় এরিয়ানের গোলে (২-০)। ৮১ মিনিটে দুই পরিবর্ত খেলোয়াড় কেন লুইস-ফসলু রহমানের যুগলবন্দীতে আরও এগোয় সাদাকালো শিবির। বাঁদিক থেকে কেন লুইসের বাড়ানো বলে (৩-০) করেন ফসলু। দিনের অপর ম্যাচে নৈহাটিতে ইস্টবেঙ্গল-খিদিরপুর ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হয়।অসাধারন খেলেন খিদিরপুরের গোলকিপার প্রিয়ন্ত সিং।বলা যায় একাই রুখে দিলেন লাল হলুদ ব্রিগেডকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct