মাহাবুব খান, কলকাতা, আপনজন: আর মাত্র কয়েকদিনের মধ্যে শারদীয়া দুর্গা উৎসবে মেতে উঠবেন মানুষ। তাই দুস্থ, অসহায় পথশিশুদের তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কারমাইকেল হলের বর্তমান ও প্রাক্তনীরা মিলে নতুন জামাকাপড় তুলে দেন। উদ্দেশ্য একটায় তাদের মুখে হাসি ফোটানো। দু শনিবার রাতে বিরল দৃশ্য দেখা গেলো বৈঠকখানা রোড, মহাত্মা গান্ধী রোডে ৮০র বেশি সংখ্যক পথশিশুদের হাতে বস্ত্র তুলে দিয়েছেন কারমাইকেল হোস্টেলের ছাত্ররা। বস্ত্র বিতরণের প্রধান উদ্যোক্তা মোঃ ওয়াসিম আক্রামকে জিজ্ঞেস করা হলে তিনি জানায়-যাদের কথা একান্ত না বললেই হয়না,প্রাক্তনী রাইহান সিদ্দিক,মোহাম্মদ নাসিম,রিয়াজ আহমেদ এবং বর্ডার রিয়াজ,মাসুম মিঞাসহ হোস্টেলের প্রচুর সিনিয়র-জুনিয়ররা না এভাবে পাশে থাকলে এমন একটা কাজ করা সম্ভব হতো না। তিনি আরো বলেন,আমাদের কারমাইকেল হোস্টেলের পক্ষ থেকে ব নানা সমাজসেবামূলক কাজ করে থাকি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct