মনিরুজ্জামান, দেগঙ্গা, আপনজন: ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের পাশাপাশি জনপ্রতিনিধিরাও সমান তালে কাজ করে চলেছেন। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গু মোকাবিলায় জনপ্রতিনিধিদের জমে থাকা জল অপসারণ করতে দেখা গেল। শুক্রবার বারাসাত (সদর) মহকুমা শাসক সোমা সাউ-এর উপস্থিতিতে দেগঙ্গা ব্লকে এক গুরুত্বপূর্ণ বৈঠকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করা হয়েছিল। শনিবার এই ব্লকের নূরনগর গ্রাম পঞ্চায়েত এলাকার খেজুরডাঙ্গা, মোহনপুর, আরিজুল্লাপুর গ্রামে উপস্থিত থেকে বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে ডাবের খোলা, ভাঙা প্লাস্টিক,টায়ারে জমে থাকা জল পরিষ্কার করতে দেখা গেল স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদকে।
ছিলেন বি এম ও এইচ ডাঃ কিরীটী সাহা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আনিসুর রহমান, স্থানীয় প্রধান উমা দাস, উপপ্রধান হাজী আব্দুর রব, সমাজকর্মী নিলুপদ দাস, এলাকার আশা কর্মী, ভিআরপি, ভিসিডি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। বৈঠকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ডেঙ্গু দমনে দেগঙ্গা ব্লক প্রশাসন সর্বদা তৎপরতার সঙ্গে বিগত দিনে যেমন কাজ করে এসেছে এবারও তার কোনরকম ব্যতিক্রম হবে না। সকলের সহযোগিতায় ডেঙ্গু দমনে নিরবচ্ছিন্ন ভাবে অভিযান চলতে থাকবে যত দিন না সম্পূর্ণ রূপে দেগঙ্গা সহ পাশ্ববর্তী এলাকা থেকে ডেঙ্গুকে নির্মূল করা যাচ্ছে। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সাফল্য আসবেই।বি এম ও এইচ ডাঃ কিরীটী সাহা বলেন, ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর অত্যন্ত তৎপর।আশা কর্মীরাও সমান তালে কাজ করে চলেছেন।আনিসুর রহমান বলেন,সকল জনপ্রতিনিধি সহ স্বাস্থ্য কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় এই যুদ্ধে জয় হবেই। দেগঙ্গা ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত বিশেষ করে চাঁপাতলা,আমুলিয়া,সোহাই শ্বেতপুর,কলসুর, চৌরাশি, বেড়াচাঁপা সহ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান এবং স্বাস্হ্য কর্মীদের তৎপরতায় নিয়মিতভাবে ডেঙ্গু মোকাবিলায় অভিযান চলছে।স্হানীয় বাসিন্দা স্বপন মন্ডল জানান,ফারহাদ ভাই সহ অন্যান্য নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং স্বাস্থ্য কর্মীদের দল যেভাবে বাড়ি বাড়ি ঘুরে ডেঙ্গু দমন চালাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct