এহসানুল হক, বসিরহাট, আপনজন: ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে এবার এগিয়ে এলো বসিরহাটের ইটিন্ডা পানিতর পঞ্চায়েত। আজ বিভিন্ন আশা কর্মী থেকে শুরু করে বহু মানুষকে নিয়ে সচেতনতা বার্তা দেওয়া হয়। মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা প্রচার করতে প্রত্যেক নিজেদের এলাকায় প্রচার করার অনুরোধ জানিয়েছেন। পানিতর পঞ্চায়েতের সচিব ছোট্টু দাস ডেঙ্গুর প্রকোপ নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন,সবার উচিৎ নিজের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে আশা কর্মীরা শিবির করে মানুষের মধ্যে সচেতনতা প্রচার করবে। যাতে তাঁরা জল জমানো থেকে বিরত থাকেন। ডেঙ্গুর প্রকোপ রুখতে জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এদিন পঞ্চায়েত উপপ্রধান চিন্ময় মন্ডল ও প্রধান প্রতিনিধি আমজাদ হোসেন মোল্লা বলেন, আমরা এলাকায় এলাকায় প্রচার করছি। মানুষকে সচেতন করছি যাতে জল জমতে না পারে। পাশাপাশি মশা লার্ভার যেন উৎপন্ন না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে। এদিন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিতর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন পাল সহ একাধিক বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct