আপনজন ডেস্ক: শক্তিশালী মহাকাশ টেলিস্কোপ জেমস ওয়েব এবার সৌরজগতের গ্রহ নেপচুনের অনেক ছবি পাঠিয়েছে। এসব ছবি দেখার পর নেপচুন সম্পর্কে মহাকাশ বিজ্ঞানীরা আরো কৌতূহলী হয়ে উঠেছেন। ওয়েবের তোলা ছবিতে গ্রহটিকে বেষ্টন করে থাকা বলয়গুলো আগের ছবির তুলনায় অনেক স্পষ্ট। ১৯৮৯ সালে বরফে আচ্ছাদিত নেপচুন গ্রহের সর্বশেষ ছবি তোলা হয়। ওই সময় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) নভোযান ভয়েজার-২ গ্রহটির পাশ দিয়ে অতিক্রম করে। ভয়েজার-২ তখন নেপচুনকে পর্যবেক্ষণ করে ও ছবি তোলে। তারপর এবার জেমস ওয়েব নেপচুনের এই স্পষ্ট ছবি পৃথিবীবাসীর নজরে আনল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct