আপনজন ডেস্ক: ২৬ বছর বয়সে শুনে শুনে পবিত্র কোরআন হিফজ করেছেন ফিলিস্তিনের দৃষ্টিপ্রতিবন্ধী নারী সানা তালাল আল রানতিসি। মোবাইলে ব্রেইল পদ্ধতিতে কোরআন হিফজ শিখতে অনলাইন কোর্সও করেছেন তিনি। দৃষ্টিশক্তি না থাকলেও কোরআন মুখস্ত করতে পিছপা হননি গাজা উপত্যাকার রাফাহ এলাকার এ বাসিন্দা। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমকে সানা তালাল জানান, ‘সব প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত। তিনি আমাদেরকে পবিত্র কোরআনের পরিবারভূক্ত করেছেন। তারাই মহান আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত। তিনি আমাদেরকে হাফেজদের সাড়িতে দাঁড়ানোর সহায়তা করেছেন। ’বর্তমানে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলাম বিষয়ে পাঠদান করছেন ৩৩ বছর বয়সী এ নারী। সম্প্রতি অন্যান্য হাফজদের সঙ্গে তিনি পবিত্র ওমরাহ পালন করেছেন। তিনি বলেন, সত্যিই দিনটি আমার জীবনে স্মরণীয় মুহূর্তগুলোর অন্যতম। গত আগস্টে দারুল কোরআনুল কারিম নামে গাজার একটি সামাজিক সংস্থা পুরো কোরআন এক বৈঠকে শোনানোর একটি ইভেন্ট চালু করে। প্রথম বারের মতো অনুষ্ঠিত এ ইভেন্টে শত শত হাফেজ অংশগ্রহণ করেন। এখন পর্যন্ত তাতে ৩৩২ ছেলে হাফেজ ও ২৪৯ নারী হাফেজাসহ মোট ৫৮১ জন অংশ নিয়েছেন বলে জানান সংস্থার পরিচালক বিলাল ইমাদ। তিনি আরো বলেন, এতে অংশ নিয়ে এক বৈঠকে পুরো কোরআন শোনানো সর্বকনিষ্ঠ হাফেজের বয়স ছিল ৯ বছর এবং বয়োবৃদ্ধ হাফেজের বয়স ছিল ৬০ বছর। প্রতিদিন ফজরের পর থেকে পুরো কোরআন মুখস্ত শোনানোর কার্যক্রম শুরু হয়, যা সূর্যাস্ত পর্যন্ত অব্যাহত থাকে। ‘
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct