সুব্রত রায়, কলকাতা, আপনজন: দল ছাড়তে চেয়ে ইচ্ছে প্রকাশ করে ফেসবুকে পোস্ট করলেন হাওড়ার উদয়নারায়ণপুরের বিধায়ক এবং হাওড়া গ্রামীণ এলাকার তৃণমূল সভাপতি সমীর পাঁজা৷ তাঁকে সমর্থন করে একই সুর রাজ্যের মন্ত্রী অরূপ রায়েরও। দলের দুই পুরনো নেতার এমন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহ শনিবার সকাল থেকে বিধায়ক সমীর পাঁজার একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে হাওড়ার উদয়নারায়ণপুরের বিধায়ক লিখেছেন, ‘হ্যাঁ আমার এই মহান নেত্রী টা আছে বলেই , আমি আজও তৃণমূল দল ছেড়ে যাইনি। কারণ কত ঝড় ঝাপটা পেরিয়ে, নানান ইতিহাস এর সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে ৩৮ টা বছর মহান নেত্রীর সঙ্গে একজন সৈনিক হিসেবে কাজ করতে করতে, এখন বড়ই বেমানান লাগছে নিজেকে। কারণ আজ অবধি মিথ্যা নাটক করে দলীয় নেতৃত্বের কাছে ভালো সেজে, একটা মেকি লিডার হতে চাইনা আমি। নাহলে কবেই টা টা বাই বাই করে দল ছেড়ে চলে যেতাম আমি। আমার মতো অবিভক্ত যুব কংগ্রেসের আমল থেকে যারা আছে , তারা আদৌ কোনও গুরুত্ব পাচ্ছে কি বর্তমানে…..?? তাই আর কি, আমার যাবার সময় হল, দাও বিদায়!’ সমীর পাঁজার এমন হতাশাকে স্বীকৃতি দিয়ে তাঁকে সমর্থন করেছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ও। তৃণমূলের এই গুরুত্বপূর্ণ নেতা জানান, সমীর পাঁজা দলের সম্পদ৷ তার হতাশা দুঃখজনক। ও অন্ধের মতো দল করে৷ দলকেও পুরনো কর্মীদের মর্যাদা দেওয়ার বিষয়ে ভাবতে হবে৷ সমীর ছাড়া হাওড়ায় দল অচল বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমারও একই অবস্থা, দীর্ঘদিন দল করেছি, আমার নেতৃত্বে দল ক্ষমতায় এসেছে৷ যতদিন আমি মনে করবো দলে থাকা দরকার বা দল যেদিন মনে করবে আমিও সরে যাবো৷ যদিও সমীর পাঁজার এমন মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে দলের নেতারা তাঁর সঙ্গে কথা বলবেন। শাসকদলের এই দুই নেতার এমন ইচ্ছে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। দুই নেতার দল ছাড়ার ইচ্ছে নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিও। তৃণমূল বিধায়ক সমীর পাঁজার পোস্ট প্রসঙ্গে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া হল, হতাশায় ভুগছে পুরো তৃণমূল দল।মুখ্যমন্ত্রী হতাশায় ভুগছেন। আজকাল জিভ জড়িয়ে যাচ্ছে। আগে হতো? যত সময় যাবে তত এগুলো বাড়বে। অরূপ রায়ের পোস্ট প্রসঙ্গে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া হল, ওই ইকো সিস্টেমে অনেকেই থাকতে পারছেন না। মুখ খুলছেন। আমরা কারও সঙ্গে যোগাযোগ করিনি। আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করছেন কিনা এখনই বলার সময় আসেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct