সুব্রত রায়, কলকাতা, আপনজন: অবনীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ তম জন্ম বার্ষিকী স্মরণ করে কলকাতা পুরশ্রীর বিশেষ সংখ্যা শনিবার প্রকাশ করল কলকাতা পৌরসভা। শনিবার কলকাতা পুরসভায় শিল্পী শুভা প্রসন্ন মুখোপাধ্যায় এই বিশেষ সংখ্যার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন ,কলকাতা পৌর সংস্থার প্রথম ভারতীয় মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নিজের উদ্যোগে প্রকাশ করতেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাহিত্য পত্রিকা। এ ছাড়া তিনি ছিলেন বঙ্গ রঙ্গনা মঞ্চের পৃষ্ঠপোষক। নাট্যকার শিশির কুমার ভাদুড়ি সঙ্গে তার নিবিড় সম্পর্কে সকলেই জানা। নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা পুরসভার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক থাকাকালীন কলকাতা পুর সংস্থা পত্রিকা এবং স্বতন্ত্র প্রকাশনের বিষয় তৎপর হন। কলকাতা পৌরসভার মেয়র বলেন, সেই ঐতিহ্যের প্রতি আমরা শ্রদ্ধাবোনত এবং প্রতিশ্রুতিবদ্ধ। কলকাতা মহানগরীর সর্বত্র পুর পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি আমরা নিয়মিত প্রকাশ করি বিভিন্ন বই ও পত্রিকা ।এটা কলকাতা শহরের বৈশিষ্ট্য। বাঙালির মননশীলতার প্রতি আমাদের এই শ্রদ্ধা জ্ঞাপন। শিল্পী শুভাপ্রসন্ন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পর দ্বিতীয় যদি কেউ থাকেন তিনি হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। যিনি রবীন্দ্রনাথের সঙ্গে থেকেও যে লেখা আমাদের সামনে তুলে ধরেছেন তাতে রবীন্দ্রনাথের প্রভাব পড়েনি। শিল্পী শুভাপ্রসন্ন দাবি করেন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দ্বিতীয় অনন্য প্রতিভা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct