আপনজন ডেস্ক: সূর্যের রং লাল, কমলা কিংবা সোনালি নয়! তাহলে এর প্রকৃত রং কী? বিজ্ঞানীরা এমন এক রঙের কথা জানিয়েছেন যা ধারণা করাও কঠিন। তারা বলছেন লাল, কমলা কিংবা সোনালি এর কোনওটিই সূর্যের আসল রং নয়। সূর্যের আসল রং কী, তা জানালেন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী স্কট কেলি। বিশেষজ্ঞরা বলছেন, সূর্যের আসল রং ধবধবে সাদা। ‘লেটেস্ট ইন স্পেস’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি এই বিষয়ে একটি টুইট করা হয়। স্কট কেলি সেটি রিটুইট করে জানিয়েছেন, বিষয়টি সত্য। মহাকাশ থেকে সূর্যের যে রূপ দেখা যায় তাতে কোনো রং থাকে না। তাহলে কেন দিনের বিভিন্ন সময়ে এমন ভিন্ন ভিন্ন রঙে দেখা যায় সূর্যকে? তারও উত্তর আছে বিজ্ঞানের কাছে। আসলে সাদা রঙের ভেতরে থাকে সাত-সাতটি রং, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এসব ধরনের রঙের আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক আলাদা। ফলে রশ্মিগুলি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তাদের যে প্রতিসরণ হয়, তার মানও আলাদা। হলুদ, কমলা, লালের মতো রশ্মিগুলিই আমরা বেশি দেখতে পাই। তাই সেই রঙের মনে হয় সূর্যকে। মহাকাশে বায়ুমণ্ডল না থাকায় সব রশ্মি একত্রে দেখা যায়। তাই সাদা মনে হয় সূর্যকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct