অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ‘নিজের জেলাকে জানুন। নিজের শিকড়কে চিনুন ‘ এই শিরোনামে প্রেস মিট করল এমবি ট্রাভেলস ও কথক পর্যটন। মহালয়ার পূণ্য লগ্নে ২৫ সেপ্টেম্বর রবিবার সকাল আটটায় বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে যাত্রা শুরু করে হিলি সীমান্ত, হিলি ব্যাটলের স্মৃতি স্তম্ভ, গঙ্গারামপুরের বাণগড়, অনিরুদ্ধ - উষার মিথ বিজড়িত বিবাহ মন্ডপ, কাল দিঘি,ধল দিঘি, আতা শাহর দরগা, পীর পালের সমাধি, হস্ত চালিত তাঁত শাড়ি তৈরি, তপনের রাধা গোবিন্দ মন্দিরের সন্ধ্যারতি দেখিয়ে বালুরঘাটে ফিরবেন পর্যটকরা। সেকথাই শুক্রবার প্রেস মিটে তুলে ধরলেন উদ্যোক্তাদের পক্ষে তুহিন শুভ্র মন্ডল, জগন্নাথ দত্ত, সনাতন প্রামাণিক, তমাল মন্ডল, কিঙ্কর দাস প্রমুখরা। উদ্যোক্তারা বলেন, দক্ষিণ দিনাজপুরে বিভিন্ন দিকেই পর্যটনের সম্ভাবনা আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct